Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Innovation Of Mechanic Mijan...
Image
Attachments

সেই মিস্ত্রি মিজানকে নিয়ে ‘গল্প নয় সত্যি’ শিরোনামে একটি অনুষ্ঠান নির্মাণ করেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। দর্শকদের উপস্থিতিতে এ অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মিজানের ব্যতিক্রমধর্মী উদ্ভাবন ছড়িয়ে দেওয়ার জন্য ২৫ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।

যশোরের শার্শা উপজেলার নাভারনের মোটরসাইকেল মিস্ত্রি মিজানের উদ্ভাবন নিয়ে গত ২৪ জুন কালের কণ্ঠে ‘ছোট পায়ের প্রতিবন্ধীর জন্য মিস্ত্রি মিজানের ছোট গাড়ি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সামান্য লেখাপড়া জানা মিজান প্রতিবন্ধীদের জন্য মোটরসাইকেলের ইঞ্জিন ব্যবহার করে চার চাকার ছোট একটি জিপগাড়ি উদ্ভাবন করেছেন। জ্বালানি সাশ্রয়ী ধোঁয়াবিহীন গাড়িটি ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটার বেগে ছুটতে পারে। এক লিটার পেট্রলে পাড়ি দিতে পারে ৪৫ কিলোমিটার দূরত্ব। মিজান ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঝিকরগাছার ইউসুফের কাছে এক লাখ ২০ হাজার টাকায় গাড়িটি বিক্রি করে ইউসুফের জীবনের গতিও বাড়িয়ে দিয়েছেন।

ছোট জিপগাড়ি ছাড়াও জ্বালানিবিহীন বিদ্যুৎ ও সেচযন্ত্র, ডিজিটাল কাইচি, স্বয়ংক্রিয় অগ্নিনির্বাপণ যন্ত্র উদ্ভাবন করে সাড়া ফেলেছেন মিস্ত্রি মিজান। এসব উদ্ভাবনীর স্বীকৃতি হিসেবে জাতীয় পর্যায়ে তিনি বেশ কিছু পুরস্কারও পেয়েছেন।

গত ২ নভেম্বর বাংলাদেশ টেলিভিশনের দুই ঘণ্টার অনুষ্ঠান ‘গল্প নয় সত্যি’তে প্রতিমন্ত্রী ভিডিও ফুটেজের মাধ্যমে মিজানের সব আবিষ্কার দেখেন দর্শকরা।

এ ব্যাপারে মিজানুর রহমান বলেন, ‘মন্ত্রী মহোদয় আমার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছেন। একই সঙ্গে আমার উদ্ভাবনার প্রশংসা করে উৎসাহ দিয়েছেন। আমি তাঁর উৎসাহ আর আর্থিক অনুদানে দেশ ও মানুষের কল্যাণে আরো নতুন নতুন উদ্ভাবনার লক্ষ্যে কাজ করে যাব। কালের কণ্ঠে প্রতিবেদন প্রকাশের কারণেই আমি আজ প্রশংসিত ও পুরস্কৃত হচ্ছি। ’